ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলাকারিদের বহিষ্কারের দাবি

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মুজিবুল হক খান এবং সাধারন সম্পাদক ডাঃ মোঃ ফয়সল ইকবাল চৌধুরী এক যুক্ত বিবৃতিতে গতকাল ১৩ই আগস্ট চমেকহা ইন্টার্ন ডক্টরস এসসিয়েশন ২০২০-২১ এর আহবায়ক ডাঃ ওসমান গনি ও চমেকসু ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক ৫ ম বর্ষের ছাত্র সানি হাসনাইন প্রান্তিক এর উপর হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক চোরা গুপ্তা হামলার তীব্র নিন্দা জানান। রাতে চকবাজার থানা হতে ফেরার পথে জয়নগর ১নং গলির মুখে চমেক ছাত্রলীগ হতে বহিস্কৃত বিপথগামী ছাত্র নামধারী দুষ্কৃতকারী খোরশেদ বিন মেহেদি,ইমন শিকদার, তৌফিক, জয়, আরাফ, অভিজিৎ, ফাহাদ, বোখারি, জামশেদ, হোজাইফা এবং কতিপয় বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় কাচের বোতল, লোহার রড, হকিস্টিক দিয়ে ডা ওসমান ফরহাদ ও সানি প্রন্তিক কে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর ভাবে আহত করে। বিএমএ চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং উক্ত ঘটনায় জড়িত ছাত্রনামধারী দুষ্কৃতকারী দের অবিলম্বে গ্রেফতার এবং কলেজ থেকে বহিস্কার করার জনঢ কলেজ প্রশাসনের প্রতি জোর দাবী জানান। একই সাথে তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রামের পুলিশ প্রশাসনের নিকট দাবি জানানো হয়। উল্লেখ্য যে কলেজ বন্ধ থাকলেও এসব বিপথগামি ছাত্ররা গতকাল দুপুরে চমেক ছাত্রাবাসে বিশৃংখলা ও অরাজকতা সৃষ্টির চেস্টা করে। এসময় তাদের বাধা প্রদান করায় ছাত্রাবাসে অবস্থানরত ইন্টার্ন চিকিতসকদের উপর তারা হামলা চালায়। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত এসব বিপথগামি ও পদবঞ্চিত ছাত্র নামধারি সন্ত্রাসী এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাকারিদের গ্রেফতার এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন দীর্ঘদিন যাবত জনৈক সরকারের শীর্ষ পর্যায়ে থাকা এক নেতার আশ্রয়ে প্রশ্রয়ে থাকা এই সব ছাত্রনামধারী সন্ত্রাসীরা বহিরাগত দুষ্কৃতকারীদের সহায়তায় ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেডিকেল কলেজ এর শিক্ষার সুষ্ঠু পরিবেশ নস্ট করার অপচেস্টা চালিয়ে আসছে, নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের শীর্ষ পর্যায়ে থাকা ক্ষমতালিপ্সু ঐ ব্যক্তির চমেক ক্যাম্পাস দখলদারিত্বের এহেন অপপ্রয়াস ও সন্ত্রাসী কার্যকলাপ কারীদের আশ্রয় প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহন করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ জানান।