বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক

হাবিলাসদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১১ আগস্ট) তাকে আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আটক অস্ত্রধারী সন্ত্রাসীর নাম মো. মামুনুল কাদের (৪২)। তিনি পটিয়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ড চরকানাই এলাকার এসএম সোলাইমানের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. মামুনুল কাদের নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মামুনুল কাদের দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

আটক মো. মামুনুল কাদেরকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মামুন।