ভুয়া এক চিকিৎসককে গ্রেপ্তার

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ ভুয়া এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রামজীবন সাহা (৫০)। আজ মঙ্গলবার দুপুরে নগরের পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকার সাহা ফামের্সি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাহমুদুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তিনি জানতে পেরেছেন, নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে মেয়াদোত্তীর্ণ ও আমদানিনিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি করছেন এক চিকিৎসক।

মাহমুদুল হাসান জানান, এরই অংশ হিসেবে অভিযান শুরু করলে গ্রেপ্তার রামজীবন সাহার ফামের্সিতে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮৮৩ মেয়াদোত্তীর্ণ ও আমদানিনিষিদ্ধ ওষুধ এবং ১৫৭টি সিরাপ পাওয়া যায়।

গ্রেপ্তার আসামি স্বীকার করেছেন, দীর্ঘদিন থেকে তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করছেন। এই ঘটনায় আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।