পটিয়ায় ছিনতাই ও অসমাজিক অপকর্মের অন্যতম হোতা কিশোর গ্যাং লিডার ফরহাদুল ইসলাম আশিক (১৯) কে গ্রেফতার করা হয়েছে। সে কিশোর গ্যাং চক্রের অন্যতম হোতা ও ডিএক্স গ্রুপের প্রধান বলে পুলিশ জানিয়েছেন। তাকে পটিয়া বাইপাস সড়ক থেকে সোমবার সন্ধ্যায় আটক করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে নাম্বার বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা । আশিক পটিয়া পৌরসদরের ৪নং ওয়ার্ডের সোনামিয়া সওদাগর বাড়ির মোঃ আবদুল মাবুদ এর পুত্র।সে তার গ্রুপে ছিনতাই ও নানা অপকর্মে জড়িত তানবীর আহমদ আপন ও আজিজুল হাকিম শুভ নামের দুইজনসহ আরো বেশ কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ গ্রুপের সদস্যরা বাইপাস সড়কসহ বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। তারা নাম্বার বিহীন কয়েকটি মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশা করে ছিনতাই ও নানা অপকর্ম করে থাকেন বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বোরহান উদ্দিন। তিনি আরো জানান তার বিরুদ্ধে কয়েক পেইন্ডিং মামলাসহ ছিনতাই মামলা রয়েছে। এ গ্রুপের সদস্যরা নাম্বার বিহীন কয়েকটি মোটর সাইকেল ব্যাপক শব্দ করে রাস্তা দাঁপিয়ে বেডায় ও মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে থাকে।









