হাটহাজারীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নিজস্ব সংবাদদাতাঃ সনাতনী সম্প্রদায়ের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী জন্মাষ্টমী পূজা, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, আলোচনা সভা ও বস্ত্রবিতরণ করা হয়।
আজ (মঙ্গলবার) সকালে হাটহাজারী বাজারস্থ সীতাকালী মায়ের কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লিটন কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চ্ট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ও পরিষদের প্রধান উপদেস্টা ড. শিপক নাথ, আশীর্বাদক ছিলেন সীতাকুণ্ড শংকরমঠ মিশনের শ্রীমৎ তাপসানন্দ গিরি মহারাজ, প্রধান বক্তা ছিলেন চ্ট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক উদয় সেন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা কল্যাণ পাল, সহসভাপতি আশীষ কান্তি দে।
সাংগঠনিক সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণবের পবিত্র গীতা থেকে পাঠের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সম্পাদক নীকু শীল, অর্থ সম্পাদক মুন্সী বিশ্বজিত দে, প্রচার সম্পাদক সাংবাদিক সুমন পল্লব, শিবু দে, সুমন বৈষ্ণব, রুবেল চৌধুরী, শাওন দাশ, মিঠুন দাশ।
সভায় হাটহাজারী সনাতনী সম্প্রদায়ের অসহায় ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পরিষদের যুগ্ম সম্পাদক ছোটন দাশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।