বিপিএল: আজ ঢাকা-কুমিল্লার মহারণ

নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে আজ শুক্রবার। বিপিএলের ষষ্ঠ আসরের শিরোপা কার হাতে উঠতে যাচ্ছে তা প্রত্যক্ষ করবে ক্রিকেটবিশ্ব। প্রত্যক্ষ করবে দীর্ঘ অপেক্ষার মহারণ। ফাইনালের আগে ধুন্ধুমার যুদ্ধের সুর বাজছে যেন। কারণ শক্তিমত্তায় দুই প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান’। তাই স্নায়ুক্ষয়ী অপেক্ষা নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, কে হাসবে শেষ হাসি? ফাইনাল মানেই তো চাপ। সেটা যে টুর্নামেন্টেই হোক না কেন। টিম ম্যানেজমেন্টের পাশাপাশি ভক্তদের প্রত্যাশার চাপও কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে প্রচ্ছন্নভাবে হলেও থাকে। সন্দেহাতীতভাবেই বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালেও সেই চাপ দুই ফাইনালিস্টের ওপরই থাকবে। স্নায়ুক্ষয়ী ম্যাচে যে দলটি দক্ষতার সঙ্গে তা সামলে উঠবে, তারাই শিরোপা মুকুটের দৌড়ে এগিয়ে যাবে। আর সেই প্রতিযোগিতায় ঢাকা ডায়নামাইটসকেই এগিয়ে রাখলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

অন্যদিকে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস মূলত, উপভোগের মন্ত্রে উদ্বুদ্ধ করার কথা বলছেন, ‘এই ধরনের ম্যাচে সাধারণত নার্ভ অনেক বেশি থাকে। যে যত বেশি উত্তেজিত হয় তত বেশি চাপে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা আসলে মুহূর্তগুলো উপভোগ করতে চাই।’

সাকিব আল হাসান, যিনি ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক, ইমরুলের সঙ্গে সুর মিলিয়ে তিনিও মূলত, উপভোগ করার কথাই বলেছেন, ‘এটা একটা কঠিন টুর্নামেন্ট, অনেক লম্বা সময় ধরে খেলা হয়, এখানে লম্বা সময় মনোনিবেশ করে থাকতে হয়, তাই ফাইনাল নিয়ে আলাদা চাপ নিতে চাচ্ছি না।’

ফাইনালের দুই দলেই একটা মজার মিল আছে এবার। দেশি কোচের ওপর আস্থা রেখেছিল দুটি দল। বিদেশি কোচদের ভিড়ে এবারের বিপিএলের ফাইনালে উঠেছে সেই দুই দলই। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে লড়বে খালেদ মাহমুদের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।

দুই দলের সামনে যেমন দ্বিতীয় শিরোপার হাতছানি, তেমনি দুই কোচও অপেক্ষায় দ্বিতীয়বার ট্রফির ছোঁয়া পাওয়ার। ২০১৫ বিপিএলে সালাউদ্দিনের কোচিংয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা, ২০১৬ আসরে মাহমুদের কোচিংয়ে জিতেছিল ঢাকা। ২০১২, ২০১৩ বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হলেও মালিকানা বদলে ডায়নামাইটস নাম নেওয়ার পর ঢাকার শিরোপা ওই একটিই।

ফাইনালে এসে দেখা হচ্ছে দুই বন্ধুরও। বিপিএল ফাইনালে এবারই প্রথমবারের মতো মুখোমুখি ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুধু দুই দলের জন্যই ফাইনালে প্রথম মুখোমুখি হওয়া নয়, সাকিব-তামিমের জন্যও ‘প্রথম’। বিপিএলের ফাইনালে সাকিব-তামিম যে এর আগে কখনই মুখোমুখি হননি। কী বিপত্তি! মুখোমুখি হওয়া বিচারে দুজনের প্রথম ফাইনাল, ওদিকে দুজনে আবার অন্তরঙ্গ বন্ধু।

কে না জানে মাঠে বন্ধুত্ব বলে কিছু নেই, তার ওপর আবার বিপিএল ফাইনাল বলে কথা! তাই ক্রীড়ামোদীরা বরং বন্ধু-বন্ধুতে একটা যুদ্ধ দেখার অপেক্ষায়।