নিজস্ব প্রতিবেদক: কক্সবাাজর পেকুয়ায় অব্যাহত ডাকাতির ঘটনায় করণীয় নির্ধারণে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়াদিয়া এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম, শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ভূইয়া।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগ সভাপতি এম, তোফাজ্জল করিম, উপজেলা আ’লীগ নেতা সিরাজুল মোস্তফা, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শাহজামাল মেম্বার, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, ৯ নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক ছৈয়দুল আলম সিকদার।
ওসি জাকির হোসেন ভূইয়া জনগণের উদ্দেশ্যে বলেন, ডাকাতির ঘটনায় কারা জড়িত অাপনারা নাম দিন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
করিয়ারদিয়ায় আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে আমার এখানে আসা। গুটি কয়েক অপরাধীর নিকট দ্বীপের ৪ হাজার মানুষ জিম্মি থাকবে না। হয় অামি থাকবো না হয় অপরাধি থাকবে। ডাকাতদের উদ্দেশ্যে তিনি বলেন, সময় থাকতে অাইনের কাছে ধরা দিন।