একাত্তরের শহীদ ছবুর ফেসবুক গ্রুপ ও নেজাম স্মৃতি স্পোটিং ক্লাবের যৌথ উদ্যেগে বৃক্ষবিলাস

পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড এলাকায়, ৭১-র শহীদ ছবুর ফেসবুক গ্রæপ ও নেজাম স্মৃতি স্পোটিং ক্লাবের যৌথ উদ্যেগে বৃক্ষরোপন ও বৃক্ষ বিলাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণ লেখক রশীদ এনামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শামসুল আলম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, দক্ষিন চট্টলার সম্পাদক, আবদুল হাকিম রানা। কৃষি মন্ত্রানালয়ের সরকারী অডিট কর্মকর্তা মইনুদ্দিন নেজামী হোসেন, হাবিবুর রহমান, আমির খসরু পার্বেছ, অনিক নেজামী, ফরহাদ, পাবেল, ফাহিম, দিহান, তনিম, উৎসব, মেজবাহ প্রমুখ। বৃক্ষ রোপন ও বৃক্ষ বিলাস অনুষ্ঠানে, বক্তারা বলেন, করোনাকালীন সময়ে চট্টগ্রামে অক্সিজেনের ঘাটতি সমগ্র দেশ বাসীর হৃদয় স্পর্শ করেছে। অনেক লোকের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। গাছ প্রকৃত বন্ধু। ঔষধি গাছের বিভিন্ন উপকারিতা কথা তুলে ধরেন। বেশি বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি প্রকৃতির জন্য একটু সময় দেয়ার আহবান জানান, বক্তারা আরও বলেন, প্রকৃতিকে সবুজ রাখতে হলে গাছ লাগানো কোন বিকল্প নেই। প্রকৃতি বাঁচলে পৃথিবী বাঁচবে। বর্ষা মৌসুমে পরিত্যক্ত জায়গায়, বাড়ির উঠোনে, বাড়ির ছাদে, খালি জায়গায় , রাস্তার দু পাশে গাছ লাগানোর পরামর্শ দেয়া হয়।