নিজস্ব প্রতিবেদক:: পটিয়া পৌরসভা গাইছিয়া কমিটিকে এক চিলতে ভালোবাসার উপহার দিলেন তরুন লেখক ও সংগঠক রশীদ এনাম।
পটিয়া পৌরসভা গাউছিয়া কমিটিকে পাঠক নন্দিত বাংলাদেশে প্রথম প্রকাশনা চাটগাঁইয়া মেজ্জান বই বিক্রির লাভের সম্পুর্ন টাকা ভালোবাসার অনুদান হিসেবে দিলেন বইটির লেখক ও তরুন সংগঠক চট্টগ্রামের কৃতি সন্তান রশীদ এনাম।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ খাতুন গঞ্জ শালার ম্যানেজার অপারেশন আমির হোসাইন, এফএসআইবিএল চন্দনাইশ শাখা ব্যবস্থাপক সেলিম উদ্দিন, ইসকুল বেলা ৯৬-র সভাপতি শফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মাহামুদুল হক মিন্টু, গাউছিয়া কমিটির সাধারন সম্পাদক সাইফুর রহমান, আতাউর রহমান সহ আরও অনেকে











