মাটি কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই দিনমুজুরের মৃত্যু

সীতাকুণ্ডের জিপিএইচ কারখানার ভেতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন-মমতাজ (৩০) ও আব্দুর রশিদ (৫৫)। তারা দুইজনই স্থানীয় বাসিন্দা।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আসাদ সিদ্দিক বলেন, জিপিএইচ কারখানার ভেতর মাটির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওই দুইজন দিনমজুরের মৃত্যু হয়। তাদের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।