পাতিল রেস্টুরেন্ট ও বাংলা ফুডসকে ১৫ হাজার টাকা জরিমানা

নিউজডেস্ক: নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, খাদ্যে ভেজাল এবং লাইসেন্স না থাকার কারণে পাতিল রেস্টুরেন্ট এবং বাংলা ফুডসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করলে এ রায় দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।

এতে পাতিল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং বাংলা ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অলিখা মসজিদের পশ্চিম পার্শ্বে ‘মেজ্জান হাইলে আইয়ুন’ রেস্টুরেন্টের লাইসেন্স নবায়ন, পরিষ্কার, পরিচ্ছন্ন থাকায় তাদেরকে অভিনন্দন জানান ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, পাতিল এবং বাংলা ফুডসে অপরিচ্ছন্ন এবং নোংরা পরিবেশে খাবার তৈরি। খাবারের মান নিয়ন্ত্রণের লাইসেন্স এবং জেলা প্রশাসনের কোন লাইসেন্স না থাকায় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৬ এবং ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আওতায় আনা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর জানান, কাতালগঞ্জের পাতিল রেস্টুরেন্টে ঢুকে দেখি খুবই অপরিষ্কার এবং খোলামেলা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে।

তাই ওই রেস্টুরন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করি এবং বাংলা ফুডসে লাইসেন্স না থাকা, পরিবেশ নোংরা থাকায় ৫ হাজার টাকা জরিমানা করি। আবার মেজ্জান হাইলে আইয়ুন রেস্টুরেন্টে লাইসেন্স নবায়ন, পরিষ্কার পরিচ্ছন্নসহ সবকিছু ঠিকঠাক পাওয়াতে তাদের কোন জরিমানা না করে অভিনন্দন জানিয়েছি।