চামড়া সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অভিযান

কোরবানি পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রামে চামড়ার আড়তে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) নগরের মুরাদপুর থেকে বালুচরা পর্যন্ত এলাকার কয়েকটি চামড়ার আড়তে ভ্রাম্যমাণ আদালত এই তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, চট্টগ্রামে চামড়া সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ডিসি স্যারের নির্দেশে চামড়ার আড়তগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে মুরাদপুর এলাকায় খোলা জায়গায় ফেলে রাখা চামড়ার স্তুপ দ্রুত গোডাউনে সরিয়ে নিতে সংশ্লিষ্ট আড়ত মালিকদের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ দূষণ ছাড়াই চামড়া প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করতে আড়ত মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।