সুনীল চক্রবর্তীর মৃত্যুতে সিপিবি চট্টগ্রাম জেলার শোক

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রধান নেতা কমরেড সুনীল চক্রবর্তী আজ দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যু বরন করেন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে । তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবী এবং সাধারন সম্পাদক অশোক সাহা এবং বোযালখালী উপজেলা সভাপতি অধ্যাপক কানাই দাশ ও সাধারন সম্পাদক সেহাবউদ্দিন সাইফু এক শোক বিবৃতিতে গভীর বেদনার সাথে বলেন, মুক্তিযুদ্ধে কমরেড সুনীল চক্রবর্তী ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের যোদ্ধা ছিলেন ।

বিশ্ব মান সম্পন্ন একটা সর্বজনীন সহজসুলভ বিজ্ঞানমনস্ক আধুনিক শিক্ষা ব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য শিক্ষক নেতা সুনীল চক্রবর্তী লড়াই করেছেন আমৃত্যু । তিনি ছিলেন চট্টগ্রাম তথা বাংলাদেশের শিক্ষা আন্দোলনের পুরোধা ।
তিনি ছাত্র আন্দোলন থেকেই কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। দক্ষিন জেলা পার্টিরও নেতা ছিলেন।
নি:সন্তান এই নিষ্ঠাবান এই শিক্ষক নেতা সংগঠনকে সন্তানের মত ভালবাসতেন, লালন করতেন। চট্টগ্রামের শিক্ষা আন্দোলনে তিনি একজন সম্মানিত ব্যাক্তিত্ব ছিলেন। সাধারন বেসরকারী শিক্ষকদের সমস্যা সংকট নিয়ে নিরন্তর সংগ্রাম করেছেন।
তাঁর মৃত্যুতে শিক্ষক আন্দোলন এবং শিক্ষার আন্দোলন খুব ক্ষতিগ্রস্থ হলো।

কমিউনিস্ট পার্টি জনপ্রিয় শিক্ষক নেতা, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুনীল চক্রবর্তীর বর্নাঢ্য সংগ্রামী জীবনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছে।পার্টি আশা করে, চট্টগ্রামের শিক্ষক আন্দোলন, অবহেলিত শিক্ষক সমাজ সংগ্রামী যোগ্য নেতা সুনীল চক্রবর্তীকে বহু কাল স্মরনে রাখবে।
বার্তা প্রেরক