ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই কিশোরসহ তিনজনকে গ্রেফতার

আখতারুজ্জামান ফ্লাইওভার ও এর আশেপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই কিশোরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া।

গ্রেফতার তিন ছিনতাইকারী হলো- মো. নুরনবী (১৮), মো. ফয়সাল (১৬) ও সজীব (১৬)। তারা গাম সেবন করে নেশাগ্রস্ত হয়ে ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, মঙ্গলবার রাতে আরিফুল ইসলাম নামে এক যুবক জিইসি মোড় থেকে রিকশাযোগে ষোলশহর আসার সময় পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারী তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান বলেন, গ্রেফতার তিনজন আখতারুজ্জামান ফ্লাইওভার ও আশেপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে আমাদের কাছে শিকার করেছে। তারা গাম সেবন করে নেশা করে। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।