চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাস মহামারীর প্রভাব পড়েছে সবকিছুতেই। এই ভাইরাস সবচেয়ে বেশি চাপে ফেলেছে শিক্ষা,স্বাস্থ্য ও অর্থনীতিতে। সেশনজট মুক্ত হয়ে নির্ধারিত রুটিনে দেশের শিক্ষা ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছিল তখনই ছন্দ পতন ঘটিয়েছে এই করোনা। প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠে মনোযোগী রাখতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের উদ্যোগী হতে হবে। অভিভাবকদের সচেতন থাকতে হবে এবং তাদের সন্তানদের কিভাবে ঘরে রাখা যায় সেদিকে নজর দিতে হবে।পাঠ্যবই এর পাশাপাশি নীতি,নৈতিকতা, মানবিকতা, সততা ও মূল্যবোধ প্রভৃতি মানবিক গুনাবলীর বিষয়টি গুরুত্ব দিতে হবে।পাঠ্যবই এর পড়াশুনা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু জীবনের চেয়ে বেশি নয়। সিটি মেয়র আরো বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নতুন আধুনিক ভবণ নির্মাণ করেছি এবং শিক্ষার মানন্নোয়নে ও শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছি। সরকারি সকল সিদ্ধান্ত মেনে ও নিয়ম নীতি অনুসরণ করে প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশনা দিয়ে মেয়র বলেন, কিভাবে শিক্ষার মন্নোয়ন করা যায় সে জন্য অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নতুন নতুন পাঠ্যধারায় পাঠ দান করতে হবে। আজ দুপুরে চসিক সম্মেলন কক্ষে চসিক প্রিমিয়ার কলেজের নির্বাহী কমিটি, কাপাসগোলা সি/ক মহিলা কলেজ ও কৃষ্ণকুমারী সি/ক বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভায় মেয়র এসব কথা বলেন। এ সময় প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, মো. সলিমউল্লাহ বাচ্চু, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মনোয়ার জাহান বেগম, অভিভাবক প্রতিনিধি মো. আবুল কালম, দীবা মল্লিক, শিক্ষক প্রতিনিধি নুর বানু চৌধুরী, সমীরণ কুমার শীল, এনামুল হক, চসিক প্রিমিয়ার কলেজের সদস্য সরোয়ার মোরশেদ কচি, আলহাজ্ব নুরুল বশর মিয়া, নির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরী, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আহমেদ হোছাইন, অভিভাবক প্রতিনিধি এ এম এম সাহাবুদ্দিন, শিক্ষক প্রতিনিধি শাহিনুর জাহান, তানসেন দেওয়ানজী, অভিভাবক প্রতিনিধি নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।