চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে আজ সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর ৪১নং ওয়ার্ডস্থ বাটারফ্লাই পার্ক সংলগ্ন টিকে গ্রুপের খালি মাঠের কোরবানীর পশুর হাট, ৪০নং ওয়ার্ডস্থ কমলমহাজন হাট পশুর বাজার,সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন পশুর বাজার ও কর্ণফুলী গরুর বাজার (নুর নগর হাউজিং এস্টেট) তদরকি করা হয়। এসময় দেখা যায় বাজার গুলিতে ইজারাদার, ক্রেতা-বিক্রেতা সকলে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন রয়েছে। কিন্তুু আরো কঠোর ভাবে প্রত্যেককে বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও ছোটখাটো ভুলক্রটি সংশোধনের জন্য ইজারাদারদের নির্দেশনা প্রদান করে। একই অভিযানে কয়েকটি অবৈধ কোরবানীর পশু বিক্রির খাইন উচ্ছেদের উদ্যোগ নেয়া হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।











