শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারবটতল এলাকায় প্রতি বৎসর ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানীর বিশাল পশুর হাট বসে । পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় কোরবানীর পশুর হাটে বিপুল পরিমান গরু ও ছাগল বিক্রয় হয়। রাউজান – হাটাহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া উপজেলা ও কাউখালী উপজেলার বেতবুনিয়া, সুগার মিল, কালিছড়ি, গোদারপাড়, এলাকা থেকে হাজার হাজার মানুষ কোরবানীর পশু গরু ছাগল ক্রয় করার জন্য রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় এসে তাদের পছন্দের করা কোরবানী দেওয়ার জন্য গরু ও ছাগল ক্রয় করে নিয়ে যায় । প্রতি বৎসরের মতো এবার ও ঈদুল আজহাকে কেন্দ্র করে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে মাঠে ও ইটের ভাটার খালী মাঠে বিশাল কোরবানীর পশুর বাজার বসে।

২৫ জুলাই শনিবার সকাল থেকে পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় কোরবানীর পশুর হাটে হাজার হাজার গরু ও ছাগল বিক্রয় করার জন্য নিয়ে আসেন মৌসুমী গরু ব্যবসায়ী, খামারী, এলাকার লোকজনের লালন পালন করা গরু । কোরবানীর পশুর হাটে পচুর পরিমান গরু ও ছাগল বিক্রয় করার জন্য আনা হলে ও কোনাকাট হয় খুবই কম। বাজারে ক্রেতারা ঘুরে গরু ও ছাগল বিক্রেতাদের সাথে গরুর দাম নিয়ে দর কষাকষি করতে দেখা যায় । রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় কোরবানীর পশুর হাটের আয়োজনকারী রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, এবার কোরবানীর পশুর হাটে করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশুর হাট বসানো হয়েছে । রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় কোরবানীর পশুর হাট প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে। গরু ও ছাগল বিক্রেতারা নিরাপদে গরু ছাগল বিক্রয় ও ক্রেতারা ও নিরাপদে গরু ছাগল ক্রয় করতে পারবে বলে জানান রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। ২৫ জুলাই শনিবার বিকালে পশ্চিম রাউজান চারাবটতল কোরবানীর পশুর হাটে রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্রাহ সহ রাউজান থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে ক্রেতা ও বিক্রেতারা মুখে মাক্স ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে লিপলেট বিতরন করেন। কোরবানীর পশুর হাটে আইন শৃংখলা রক্ষার জন্য পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে দেখা যায় । কোরবানীর পশুর হাটে জাল টাকা সনাক্ত করার জন্য রাউজান থানার পুলিশ মেশিন বসানো হয় । কোরবানীর পশুর হাটে রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে একটি ভ্যাটনারী টিম দায়িত্ব পালন করতে দেখা যায় । পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল, রাউজান ফকির হাট বাজারের উত্তরে আদালত ভবন মাঠ,হলদিয়া ইউনিয়নের আমির হাটের পুর্বে ভট্টপাড়া মাঠ, চিকদাইর ইউনিয়নের হক বাজার, নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাট, গহিলা ইউনিয়নের দলই নগর উচ্চ বিদ্যালয় মাঠ, ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলীর হাটের পাশে আর্যমৈত্রেয় ইনষ্টিটিশন মাঠ, ডাবুয়া ইউনিয়নের হিংগলা মুছা শাহ বাজার, পুর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট, পশ্চিম গুজরা ইউনিয়নের রঘুনন্দন চৌধুরী হাট, পাহাড়তলী ইউনিয়নের বদু পাড়া পিংক সিটি ২ এর মাঠ, বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট, উরকির চর ইউনিয়নের উরকিরচর বাজার ও বইজ্যাখালী হাট সমুহে কোরবানীর পশুর হাট বসানোর অনুমতি দেয় । কোরবানীর পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মুখে মাক্স পড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কোরবানীর পশুর হাটে কেনাকাটা করার জন্য নির্দেশ প্রদান করেন বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । গতকাল ২৫ জুলাই শনিবার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল, হলদিয়া আমির হাটের পুর্বে ভট্ট পাড়া মাঠ, নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাট, বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাটে কোরবানীর পশুর হাট বসে। রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল কোরবানীর পশুর হাটে সরকারী নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি মেনে কোরবানীর পশুর বাজার বসলে ও অনান্য কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি না মেনে কোরবানীর পশুর হাট বসানো হয় । রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্রাহ বলেন, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল কোরবানীর পশুর হাটের আয়োজন কারী আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, পাহাড়তলী পিংক সিটি ২ এর মাঠে কোরবানীর পশুর হাটের আয়োজক পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন কোরবানীর পশুর হাটে পুলিশ সদস্য দিয়ে আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করা ও ক্রেতা ও বিক্রেতাদের মুখে মাক্স সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য আবেদন করায় দুটি বাজারে পুলিশ সদস্য দিয়ে স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন । রাউজানের অবশিষ্ট কোরবানীর পশুর হাটের ইজারাদার ও আয়োজকরা কোরবানীর পশুর হাটের জন্য পুলিশ সদস্য দিয়ে সহায়তা করার জন্য আমাকে জানানো হয়নি ।এমনকি কোরবানীর পশুর হাটের তালিকা আমাকে দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ।











