ইউনুস মিয়া,ফটিকছড়িঃ
“মাছ উৎপাদন বৃদ্ধি করি/সুখী সমুদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে ফটিকছড়িতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। আজ (শনিবার) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পরবর্তীতে অত্র উপজেলার ইউনিয়ন সমূহে নব নির্মিত সড়কের পাশে গাছের চারা রোপনের লক্ষ্যে উপজেলা প্রকৌশলীর নিকট সৌজন্য একটি আম গাছের চারা তুলে দেন নজিবুর বশর মাইজভান্ডারী এমপি।
এছাড়া, ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধন পূর্ববর্তী মতবিনিময় সভা প্রধান অতিথি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর উপস্থিতিতে মুক্তিযোদ্ধা জহরুল হক হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন এছাড়া আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশমী এসএম হেদায়েত, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল হোসেন আবুল হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরপ্রধানরা। আরো উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ ফটিকছড়ি ও ভূজপুর থানা।











