পরিবেশ অধিদফতর কর্তৃক জরিমানা

নগরের বায়েজিদ থানাধীন আরেফিননগর এলাকায় পুকুর ভরাট, আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী এলাকার পাহাড় কাটা ও হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে মোট ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ আদেশ দেন।

জরিমানার আদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ আবদুর রহমান, মো. আনসার আলী, মইনুল ইসলাম ও মো. সেলিম।

এদের মধ্যে মোহাম্মদ আবদুর রহমানকে বায়েজিদ থানাধীন আরেফিননগর এলাকায় পুকুর ভরাটের দায়ে ৭২ হাজার টাকা, মো. আনসার আলীকে উত্তর পাহাড়তলী এলাকার পাহাড় কাটার দায়ে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং ফতেয়াবাদ এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে আমানত ব্রিকফিল্ডের মালিক মইনুল ইসলামকে ১ লাখ টাকা ও চট্টলা ব্রিকসের মালিক মো. সেলিমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, নগরের বায়েজিদ থানাধীন আরেফিননগর এলাকায় পুকুর ভরাট, আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী এলাকার পাহাড় কাটা ও হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে চার ব্যক্তিকে মোট ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।