রাউজানে হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক বিতরন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে হরিজন সম্প্রদায়ের ২৯ জন ছেলে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির ৪ লাখ ৮৬ হাজার ৮শত টাকার চেক বিতরন করা হয় ।

২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে রাউজান উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির টাকার চেক তুলে দেয় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসাইন । হরিজন সম্প্রদায়ের ছেলে মেয়েদের মধ্যে ১১ জন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে ১লাখ ৮৪ হাজার ৮,শত টাকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৫জন শিক্ষার্থীকে ৯৬ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫জন শিক্ষার্থীকে ১লাখ ২০ হাজার টাকা, উচ্চত্বর শ্রেণীর ৩জন শিক্ষার্থীকে ৮৬ হাজার ৪শত টাকার চেক বিতরন করেন । দুই বৎসরের শিক্ষা বৃত্তি বাবদ সমাজ সেবা অধিদপ্তর ২৯ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ৪ লাখ ৮৬ হাজার ৮শত টাকার চেক বিতরনকরা হয় ।