১০ হাজার চারা রোপণ করছে সিএমপি

মুজিব বর্ষ উপলক্ষে নগরজুড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের ১৬ থানা এলাকায় ও সিএমপির বিভিন্ন স্থাপনা সংলগ্ন এলাকায় মোট ১০ হাজার চারা রোপণ করা হবে।

রোববার (১৯ জুলাই) দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ স্লোগানে সিএমপির এ কর্মসূচি ধারাবাহিকভাবে সব থানা এলাকায় চলবে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে পুরো নগরজুড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের ১৬ থানা এলাকায় ও সিএমপির বিভিন্ন স্থাপনা সংলগ্ন এলাকায় মোট ১০ হাজার চারা রোপণ করা হবে। দামপাড়া পুলিশ লাইন্সে চারা রোপণ করে এ কার্যক্রম শুরু করা হয়েছে। ১৬ থানা এলাকায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।