জেলেদের জালে বিশাল অক্টোপাস

ভারতে জেলেদের জালে ধরা পড়েছে তিনটি অক্টোপাস এবং দুটি বিশাল আকারের শঙ্কর মাছ। শুক্রবার সকালে দেশটির দিঘা মোহনায় শঙ্কর মাছ বিক্রির জন্য আনা হয়।

বড় মাছটির ওজন প্রায় ৩০০ কেজি। সেটি ধরা পড়েছে দিঘার মৎস্যজীবী ভুবন বেরার ট্রলারে।

জেলেরা বলছেন, ধরার সময় অক্টোপাসটি জীবিত ছিল। তাই সেটিকে সৈকতে এনে ‘দিঘা মেরিন অ্যাকোয়ারিয়াম’ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। অ্যাকোয়ারিয়াম থেকে প্রতিনিধিরা এসে অক্টোপাসটিকে নিয়ে যান। আপাতত সেটিকে অ্যাকোয়ারিয়ামেই রাখা হয়েছে।

এদিকে শঙ্কর মাছটি একটি বেসরকারি সংস্থা নিলামে ৪৫ হাজার টাকায় কিনে নিয়েছে। ওই মাছটির ওজন প্রায় ২৫০ কেজি।

অক্টোপাসটির ওজন এক কেজি। এগুলি সিফালোপড প্রজাতির। সাধারণত এক বছর বাঁচে এরা। ভারত এবং প্রশান্ত মহাসাগরের গভীরে এদের দেখা মেলে।