শিকলমুক্ত হলো শিশু আঁখি, পেল খাদ্য সহায়তা

যশোরের চৌগাছার জামিরা গ্রামে মা হারা শিশু আঁখির (৭) শিকল পরা বন্দি জীবনের খবরটি দেখে আঁখিকে দেখতে গিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হক। আজ বৃহস্পতিবার সকালে জামিরা গ্রামে তিনি ছুটে যান আঁখির পরিবারের কাছে। এ সময় তিনি নগদ কিছু টাকা ও বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন আঁখির বৃদ্ধ দাদার কাছে।

উপজেলার জামিরা গ্রামের দরিদ্র আশরাফুল ইসলাম ও ফুলবানুর মেয়ে হচ্ছে আঁখি (৭)। আঁখির বয়স যখন ৭ মাস তখন পিতামাতার ছাড়াছাড়ি হয়ে যায়। বর্তমানে মা অন্যত্র বিয়ে করে সংসার করছে। বাবা আশরাফুল ইসলাম রিকশাচালক। শিশু আঁখিকে লালন-পালনের দ্বায়িত্ব পরে দাদা-দাদির উপর। যাতে কোথাও না যায় তাই শিকল দিয়ে বেঁধে রাখা হত তাকে। এই নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

খবরটি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এনামুল হকের নজরে পড়ে। প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে তিনি শিশুটিকে দেখতে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি শিশুটিকে দেখতে জামিরা গ্রামে ছুটে যান। এ সময় তিনি শিকল বাঁধা অবস্থায় শিশুটিকে দেখে মর্মাহত হন। শিশুটির এমন অবস্থার বিষয়ে বৃদ্ধা দাদা ও এলাকাবাসির সাথে তিনি কথা বলেন। এ সময় তিনি শিশুটির পরিবারে ২ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। একই সাথে সরকারি সহযোগিতার দেওবার আশ্বাস প্রদান করেন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নারায়ন চন্দ্র পাল, প্রেসক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, ইউপি সদস্য আনার আলীসহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন।