হালদা নদীতে অভিযান যান্ত্রিক নৌযানের ইঞ্জিল ধংস

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর ডলফিন, মা মাছ সহ জীব বেচিত্র রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল ১৩ জুলাই সোমবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পযৃণÍ সময়ে বৈরী আবহাওয়া প্রবল বৃষ্টির মধ্যে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ উপজেলা মৎস অফিসার পিযুষ প্রভাকর নৌপুলিশ ও আনাসার বাহিনীর সহায়তায় রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে মদুনাঘাট পযন্ত অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় একটি যান্ত্রিক নৌযান আটক করে। আটক করা যান্ত্রিক নৌযানের মালিক নৌযান থেকে ইঞ্জিন খুলে নেয়্রা দৃশ্য দেখতে পেয়ে যান্ত্রিক নৌযানটি থেকে ইঞ্জিন খুলে নেওয়ার অঙ্গিকার করায় নৌযানটি ছেড়ে দেয় । উরকির চর ইউনিয়নের মইশকরম এলাকায় হালদা নদীতে হাত জাল দিয়ে মাছ শিকার করার দৃশ্য দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে তিনজন মাঝ শিকারী জাল নিয়ে পালিয়ে যায় । একই এলাকায় একটি যান্ত্রিক নৌযান নদীতে চলাচল করার সময়ে দেখতে পেয়ে যান্ত্রিক নৌযানটি আটক করে। যান্ত্রিক নৌযানটির ইঞ্জিন ধংস করে দেয় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর ডলফিন , মা মাছ সহ জীব বেচিত্র রক্ষায় নদীতে কোন ধরনের যান্ত্রিক নৌযান চলাচল করতে পারবেনা। নদীতে জাল ও বড়শী দিয়ে কেহ মাচ শিকার করতে পারবেনা । সরকারী নির্দেশ অমান্য করে নদীতে যান্ত্রিক নৌযান চলাচল ও জাল ও বড়শী দিয়ে মাছ শিকার করলে তাদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে । গতকাল সোমবার বৈরী আবহওয়ার মধ্যে ও হালদা নদীতে অভিযান পরিচালনা করে একটি যান্ত্রিক নৌযানের ইঞ্জিন ধংস করা হয়েছে ।