নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালের একটি মামলার হাজিরা দিতে এসে আসামিদের হাতে মারধরের শিকার হলেন বাদী মো. ইলিয়াস। পরে আসামিদের উৎসুক জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
বুধবার (৩০ জানুয়ারি) দেড়টার দিকে চট্টগ্রাম আইনজীবী এনেক্সভবনের সামনে এ ঘটনা ঘটে।
আদালতে হাজিরা দিতে আসা আসামিরা হলো মো. আলমগীর (৪০) এবং আনোয়ার (৩৮)।
তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায়। মারধরের শিকার বাদী মো. ইলিয়াস একই থানার শৈলকুপা এলাকার মাহবুবুল আলমের ছেলে।
তিনি বলেন, ২০১৭ সালে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলো আলমগীর এবং আনোয়ার। তাদের নামে ভূজপুর থানায় তখন একটি মামলা করি।
আজকে সে মামলার হাজিরা দিতে আসলে মামলার শুনানি শেষে বের হলে তারা দুইজনে আমাকে ডাকাত-ডাকাত বলে বেধড়ক মারধর করতে থাকে। পরবর্তীতে আইনজীবীরা এসে আমাকে উদ্ধার করেন।
এ বিষয়ে মো. ইলিয়াসের আইনজীবী মো. পেয়ার হোসেন বলেন, আমার বাদী ইলিয়াস শুনানি শেষ করে বের হয়ে এনেক্স ভবনের সামনে আসলে তাকে আলমগীর ও আনোয়ার ব্যাপক মারধর করে।
বিষয়টি কয়েকজন আইনজীবী দেখার পর তারা তাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে এবং ইলিয়াসকে থানায় একটি অভিযোগ করার জন্য পরামর্শ দিই।