‘ক্রীড়া ও শরীর চর্চা দৈহিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ সাধন করে’

৩০ জানুয়ারি ২০১৯ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দু’দিন ব্যাপি (৩০-৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ শুরু হয়েছে। সকাল ৯.৩০ টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মোয়াজ্জেম হোসেন।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিপূর্ণ বিকাশ সাধনে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী, উদ্যমী ও মানবীয় চরিত্রের অধিকারী হতে হলে খেলাধুলা ও শরীরচর্চার কোন বিকল্প নেই। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু তনয়া আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা শিক্ষার সাথে ক্রীড়া ও সংস্কৃতিকে সম্পৃক্ত করে আধুনিক বিজ্ঞানমনষ্ক গুণগত শিক্ষার যে দর্শন দেশ-জাতিকে উপহার দিয়েছেন; এর সফল রূপায়নে সকলকে দায়িত্বশীল হতে হবে। মাননীয় উপাচার্য আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়; অংশগ্রহণই বড়। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোবৃত্তি সৃষ্টি হয়; যা ভবিষ্যত জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ইতিবাচক মনোভাব গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। মাননীয় উপাচার্য দু’দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতাকে সার্বিক অর্থে সাফল্য মন্ডিত করতে ক্রীড়াবিদসহ সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকার আহবান জানান।
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ^বিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৯ এ বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় দল মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। মাননীয় উপাচার্য চবি দলকে আন্তরিক অভিনন্দন জানান এবং এ জয়ের ধারা অব্যাহত রাখতে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন।
ব্যান্ডের তালে তালে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় মাননীয় উপাচার্য জাতীয় পতাকা, মাননীয় উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় পতাকা, স্ব স্ব হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন দুই কৃতি ক্রীড়াবিদ রবিউল ইসলাম ও মাহজাবিন শুচি। মাননীয় উপাচার্য বিচারকবৃন্দের পক্ষে প্রধান বিচারক চ.বি. পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. অরুণ কুমার দেবকে এবং ক্রীড়াবিদদের পক্ষে রাসেল মজুমদারকে শপথ বাক্য পাঠ করান। মাননীয় উপাচার্য ও অতিথিবৃন্দ ক্রীড়াবিদদের বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে চ.বি. অনুষদসমূহের ডিনবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলসমূহের আবাসিক শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি-কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় হলসমূহ মনোনীত ছাত্রদের ১৭টি ইভেন্টে ২৪২ জন ক্রীড়াবিদ এবং ছাত্রীদের ১০টি ইভেন্টে ১০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চ.বি. শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক জনাব মো. রাশেদ বিন আমিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চ.বি. কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।