মা ও শিশু হাসপাতালকে ১৫ টি বেড দিলো গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকের পক্ষে  চট্টগ্রাম  –
যুক্তরাজ‍্যর প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয়  সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর পক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৫টি বেড ক্রয়ে অনুদানের চেক হস্তান্তর অনুষ্টানে হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও প্রকৌশলী আলী আশরাফ বলেন “গ্রেটার চিটাগাং এসোসিয়েশন ইউ’কে চট্টগ্রামবাসীর কল‍্যানে সবসময় পাশে থেকেছেন” | বিশেষ করে সাম্প্রতিক ভয়াবহ করোনাজনিত সৃস্ট মহামারিতে চট্টগ্রামের সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে সংগঠনের পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম এর ভুয়সী প্রশংসা করেন।
১১ জুলাই শনিবার সকালে চট্টগ্রাম ক্লাবে হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন চেকটি গ্রহণ করেন এবং  এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম‍্যান জনাব আবদুস সালাম,হাসপাতাল পরিচালনা কমিটির ট্রেজারার রেজাউল করিম আজাদ, প্রিন্সিপাল ডক্টর সানাউলল্লাহ, প্রফেসর ডাক্তার অলক নন্দী, প্রফেসর ডাক্তার সাফাতুজ্জামান সহ কার্যকরী কমিঠির অন্যন্য সদস্যবৃন্দ।
হাসপাতাল পরিচালনা কমিটির সহ সভাপতি জনাব ছৈয়দ মোর্শেদ হোসেন তাঁর বক্তব্যে গ্রেটার চট্টগ্রামএসোসিয়েশন ইউ’কে এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন | তিনি এসোসিয়েশন তথা  যুক্তরাজ্যের  সম্মানিত প্রবাসী চট্টগ্রামবাসীকে মা ও শিশু হাসপাতালের উন্নয়নে সবসময় পাশে থাকার আহ্বান জানান |
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন এ উপলক্ষে প্রেরিত বক্তব্যে  বলেন, “যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য সবসময় পাশে থাকবে”।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউ’কের পক্ষ থেকে এর সভাপতি ব্যারিষ্টার মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর সায়ীদ ফিরোজ গণি, কবিড১৯ ত্রাণ বিতরণ কমিটির মীর রাশেদ আহমেদ, আরশাদ মালেক, হাসান আনোয়ার, রাজ্জাকুল হায়দার বাপ্পী, ব্যারিস্টার মোহাম্মদ আলী রেজা, নুরুন নবি আলী  প্রমুখ এই উপলক্ষে এক বিবৃতিতে বলেন,  গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে সাম্প্রতিক ভয়াবহ করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে চট্টগ্রামে সহস্রাধিক মানুষকে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ কমিশনার এর মাধ্যমে দুই সপ্তাহের খাদ্য সামগ্রী প্রদান করেছে | কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের ৮টি উপজেলায় খাদ্য সামগ্রী প্রদান  করার উদ্যোগ নেয়া হয়েছে |  যুক্তরাজ্যে চরম আর্থিক কষ্টের সম্মুখীন কিছু বাংলাদেশী  এবং অন্যান্যদের খাদ্য সাহায্য পৌঁছে দেয়া হয়েছে | এসোসিয়েশন এর বেশ কিছু সদস্যরা সরকারিভাবে তালিকাভুক্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেচ্ছাসেবক হিসেবে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে অসুস্থ ও সিনিয়র সিটিজেনদের জরুরি খাদ্য ও ঔষুদ পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করে আসছেন | এছাড়া লন্ডনের “চিলড্রেন উইথ ক্যান্সার চ্যারিটিকে” অর্থ সাহায্য দেয়া হয়েছে | চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্হ‍্য সেবায় গুরুত্বপপূর্ণ ভুমিকা পালন করে আসছেন যা নিসন্দেহে প্রশংসা যোগ্য এবং এর উন্নয়নে ও বিভিন্ন প্রকল্পে ভবিষ্যতেও সাধ্যমত সহযোগীতা অব্যাহত রাখার দৃঢ ইচ্ছা তাঁরা ব্যক্ত করেন |
উল্লেখ থাকে যে, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে মাত্র কয়েকবছর আগে প্রতিষ্ঠিত হলেও অতি স্বল্প সময়ের মধ্যে যুক্তরাজ্য তথা ইউরোপের মধ্যে বাংলাদেশিদের একটি অন্যতম বৃহত্তম ও  জনপ্রিয় কমিউনিটি সংগঠনে পরিণত হয় | এর মধ্যে এটি পরপর তিনটি  বিশাল আয়তনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও মিলন মেলা সাফল্যজনক ও ঝাকজমকভাবে অনুষ্ঠানের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রিলিফ বিতরণ, চট্টগ্রামে গরিব ও এতিমদের মাঝে জাকাত ফান্ড বিতরণ, যুক্তরাজ্যে অবস্থানরত চট্টগ্রামের অসুস্থ ছাত্রদের সাহায্য করা, আর্থিক সংকটাপন্ন ইমিগ্র্যান্ট সমস্যার সম্মুখীন প্রবাসী চট্টগ্রামবাসীকে ফ্রি ইমিগ্রেশন এডভাইস ও হেল্প এবং  চট্টগ্রামে ছাত্র বৃত্তি প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মকান্ড সম্পন্ন করেছে | লন্ডন শহরের হোইটচ্যাপেল এলাকায় ১১৩ নিউ রোডে চালু করা হয়েছে চট্টগামবাসীদের নিয়মিত মিলনের একটি ঠিকানা “চিটাগাং সেন্টার” যেটি অদূর ভবিষ্যতে করা হবে নিজস্ব ভবনের উপর আরো প্রসারিত | এসোসিয়েশন যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীদের অর্থায়নে একটি স্বাস্থ সেবার প্রকল্প হাতে নেয়ার  লক্ষে  সরকারি ও বেসরকারি পর্যায়ে করে যাচ্ছে আলাপ-আলোচনা |