হালদা থেকে ৮ কেজি ৭শত গ্রাম ওজনের মৃত কাতাল মাছ উদ্বার

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ৮ কেজি ৭শত গ্রাম ওজনের একটি কাতলা মাছ মৃত অবস্থায় নদীর পানিতে ভেসে উঠে ।

হালদা নদীতে ভেসে উঠা কাতলা মাছটি ৮ জুলাই বুধবার সকালে রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিন গহিরা আজিম হাবিলদার বাড়ীর মাসুদ রানা নামের এক যুবক দেখতে পেয়ে নদী থেকে মৃত কাতলা মাছটি তুলে নেয় । মৃত কাতলা মাছটি নদী থেকে উদ্বারের পর মাসুদ রানা বিষয়টি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগকে জানায় । হালদা নদী থেকে মৃত কাতাল মাছ উদ্বার হওয়ার সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্ব্হাী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা মৎস অফিসার পিযুষ প্রভাকর রাউজান পৌরসভার দক্ষিন গহিরা আজিম হাবিলদার বাড়ীস্থ হালদা নদীর পাড়ে উপস্থিত হয়ে হালদা নদী থেকে উদ্বার করনা মৃত কাতলা মাছটি দেখেন । উদ্বার হওয়া কাতলা মাছটি হালদা নদীর তীরে মাটি খনন কওে মাটি চাপা দেয় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । উদ্বার হওয়া মৃত কাতলা মাছটি গত ৭ জুলাই মঙ্গলবার মারা যায় বলে ধারনা করছেন স্থানীয়রা । মাছটি পচেঁ দুগ›দ্ব বের হচ্ছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন হালদা নদীতে প্রতিনিয়ত মা মাছ ও জীব বৈচিত্র রক্ষায় নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল ব›দ্ব রয়েছে । কাতলা মাছটি কি কারনে মারা গেছে তা বলা যাচ্ছেনা ।