রাউজান প্রতিনিধি:
চট্টগ্রাম-৬ রাউজান রাউজান আসন থেকে গত ২০০১, ২০০৯, ২০১৪ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয় । সর্ব শেষ গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এবি এম ফজলে করিম চৌধুরীকে রাউজান বাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেন । রাউজান থেকে বারে বারে জনতার রায়ে নির্বাচিত সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এক সময়ের অবহেলিত রাউজানকে উন্নয়ন কাজ করার মাধ্যমে রাউজানকে দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলে । রাউজান এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে খ্যাত ছিল । সন্ত্রাসের জনপদ রাউজানকে সন্ত্রাস মুক্ত করে রাউজানকে শান্তির জনপদে পরিণত করে এবি এম ফজলে করিম চৌধুরী।
রাউজানের সর্ব স্তরের শ্রেণী পেশার মানুষ এবি এম ফজলে করিম চৌধুরীকে এবার মন্ত্রী হিসাবে পেতে চাই । এবি এম ফজলে করিম চৌধুরীকে মন্ত্রী করা হলে রাউজানের ও দেশের উন্নয়ন কাজ আরো বেগমান হবে বলে এলাকার সাধারন মানুষের আশা । রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ বলেন এবি এম ফজলে করিম চৌধুরী রাউজানে যে সব উন্নয়ন কাজ করেছে তা আর কোন এমপি করেনি । এবি এম ফজলে করিম চৌধুরীকে মন্ত্রী করে দেশের ব্যাপক উন্নয়ন ক্জাকে এগিয়ে নেওয়ার জন্য রাউজান বাসী প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।
রাউজানের সামাজিক সাংস্কৃতিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম বলেন, এবি এম ফজলে করিম চৌধুরীকে মন্ত্রী করা হলে শুধু রাউজানের উন্নয়ন নয় সমগ্র চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে । সেন্ট্রাল বয়েজ রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম আরো বলেন, এবি এম ফজলে করিম চৌধুরীর পুত্র তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর ফেইসবুকে দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবি এম ফজলে করিম চৌধুরীকে এবার মন্ত্রী হিসাবে দেখতে চাই বলে ফেইসবুকে স্ট্যাটার্স দিয়েছে । রাউজান বাসীর একমাত্র আশা এবারের মন্ত্রী সভায় এবি এম ফজলে করিম চৌধুরীকে মন্ত্রী হিসাবে দেখতে চাই।