হুয়াওয়ে মেট ২০ প্রো আসছে নতুন রঙে। গেল বছর স্মার্টফোন বাজারে মাতিয়েছিল হুয়াওয়ে মেট ২০ প্রো। এই সফলতার ফলে কয়েক মাসেই বিক্রি হয়েছিল মেট ২০ সিরিজের ৫০ লাখ ফোন। গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও দুটি রঙে আসছে ফোনটি।
সম্প্রতি অনলাইন প্রকাশিত হয়েছে ফ্রেগরেন্ট রেড ও কমেট ব্লু রঙের হুয়াওয়ে মেট ২০ প্রো ডিভাইসের ছবি। তবে এই রঙের ফোন কবে উন্মোচন করা হবে সে তথ্য জানানো হয়নি হুয়াওয়ের পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে, আগামী মাসেই নতুন দুই রঙে ডিভাইসটি বাজারে আসবে।
ডিভাইসটিতে রয়েছে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৮০। প্রসেসরটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে। মেট ২০ প্রো ফোনে থাকছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আছে অত্যাধুনিক লাইকা ট্রিপল লেন্স ক্যামেরা। যার একটিতে আছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, ২০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৪০ মেগাপিক্সেলের লেন্স। দেশের বাজারে ডিভাইসটির মূল্য ৮৯ হাজার ৯৯০ টাকা।