ওমানের মাটিতে চিরনিদ্রায় হাটহাজারীর এনাম

ওমান প্রতিনিধিঃ
ওমানে করোনা আক্রান্ত হযে শেষ নিঃশ্বাস ত্যাগ করা রেমিট্যান্স যোদ্ধা মরহুম মো.এনাম আহমেদ চৌধূরীর মরদেহ দাফন করা হয়েছে। সোমবার (২৯ জুন) মরহুম এনাম চৌধূরীর মরদেহ মৃত্যুর প্রায় চার দিন পর ওমানস্থ মাস্কাটের আল-আমরাতের একটি কবরস্থানে করা হয়।

সূত্রে জানা গেছে, মো.এনাম আহমেদ চৌধূরীর করোনা উপসর্গ দেখা দিলে তাকে মাস্কাটস্থ রয়েল হাসপাতালে ভর্তি করানোর পর গত ২৫ জুন বৃহস্পতিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েল হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রায় চার দিন পর করোনা আক্রান্ত হযে মারা যাওয়া ১ সন্তানের পিতা মরহুম এনাম কে ওমানস্থ মাস্কাটের আল-আমরাতের একটি কবর স্থানে দাফন করা হয়। মরহুম এনাম চৌধূরী বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মন্দাকিনি গ্রামের শেখ আহমদের সন্তান।

চট্টগ্রাম সমিতি ওমান পরিবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এনামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।