হালদায় অভিযানঃ ৭ হাজার মিটার ঘের জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা ঃ
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসন আজ (বৃহস্পতিবার) অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ অভিযান চালিয়ে ৭ হাজার মিটার ঘেরা ও ভাসা জাল জব্দ করেছেন । আজ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর সাত্তারঘাট থেকে নাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন রুহুল আমিন।
এর আগে এ প্রজনন ক্ষেত্রে দফায় দফায় অভিযান চালিয়ে আনুমানিক ২ লক্ষাধিক ঘেরা ও ভাসা জাল জব্দ করে হালদার ইতিহাসে সর্বোচ্ছ রেকর্ড সৃষ্টি করেছেন। তাছাড়া, হালদার নাজিরহাট হতে মদুনাঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার এলাকায় বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। অপরদিকে, হালদায় দুষনের কারণে হাটহাজারী পিকিং বিদ্যুৎ প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিল এখনো বন্ধ রয়েছে।