পুরানা পল্টনে জাতীয় ঐক্যফন্টের অফিস ভবনে আগুন

রাজধানীর পুরান পল্টনের জামান টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকাল পৌনে তিনটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌছায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, তাদের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ২টার দিকে জামান টাওয়ারের ৮ম তলা থেকে ধোয়া বের হতে দেখতে পান তারা। পরে এটি আরো ব্যাপক আকার ধারণ করে। শুক্রবার হওয়ায় ওই ভবনের অফিসগুলো বন্ধ ছিল।

এদিকে একই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফন্টের কার্যালয়। সেখানে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু আগান লাগার কারণে নেতাকর্মীরা বাইরে বের হয়ে গেছেন। এছাড়া সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস আছে সেখানে।