আলতাফ শাহনেওয়াজ

কবি আলতাফ শাহনেওয়াজ। তিনি একজন সাংবাদিক। আজ তার জন্মদিন। তিনি ২৫ জুন ১৯৮১ সালে ঝিনাইদহ জেলাশহরে জন্মগ্রহণ করেন।

তিনি পূর্বে লিখতেন নির্লিপ্ত নয়ন নামে। এখন আলতাফ শাহনেওয়াজ নামে থিতু হয়েছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

তার প্রকাশিত বই : কবিতা— রাত্রির অদ্ভুত নিমগাছ [ঐহিত্য, ২০১১] আলাদিনের গ্রামে [চৈতন্য, ২০১৬] কলহবিদ্যুৎ [কবিতাভবন, ২০১৯] সামান্য দেখার অন্ধকারে [প্রথমা, ২০২০] নাটক— নৃত্যকী [চৈতন্য, ২০১৬]

তার সম্পাদিত ছোটকাগজ : ‘ঢোল সমুদ্দুর’ ও ‘শাখাভরা ফুল’।

ই-মেইল : altaf.shahnewaz@gmail.com