নোয়াখালী জেরার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বোমা তৈরির সময় বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে করালিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্থানীয় রাছেল প্রকাশ কেচ্চা রাছেল (৩২), বেল্লাল হোসেন (২৮) ও
আব্দুর রহিম (৩১)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সকালে চেয়ারম্যান বাড়ির পার্শ্ববর্তী একটি বাসা থেকে বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত পায়। তবে ঘটনার পর আহত ওই তিন সন্ত্রাসী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আহতদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছেন তিনি।