হাটহাজারী মঈনুল উলুম মাদ্রাসায় চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নঈমুল ইসলাম ২৭ ডিসেম্বর সকালে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে হাটহাজারী মঈনুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী আহমদ শফির সাথে কুশল বিনিময় হয়। এসময় নঈমুল ইসলাম, মোমবাতি প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, মুসলমানরা সা¤্রাজ্যবাদী শক্তির চক্রান্তে দিন দিন খর্বশক্তি হচ্ছে। ছোটখাট মতপার্থক্য ভুলে মুসলমানরা ঐক্যবদ্ধ হলে এদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মুছা, যুবনেতা মুহাম্মদ ফরিদুল আলম, ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ সাজ্জাদুল হকসহ নেতৃবৃন্দ।