কক্সবাজারে লকডাউন ৩০ জুন পর্যন্ত

কক্সবাজার প্রতিনিধি::
দেশের প্রথম ‘রেডজোন’ ঘোষিত কক্সবাজারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

করোনা ভাইরাসের বিস্তাররোধ ও পরিস্থিতির উন্নয়নে কক্সবাজার জেলা প্রশাসন এ সিদ্বান্ত নেয়। এর আগে গত ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত পৌর এলাকাটিতে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

শনিবার (২০ জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা জানান, করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় জেলা প্রশাসন গত ৬ জুন কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম ‘রেডজোন’ঘোষণা করে ১৫ দিনের জন্য লকডাউন করে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী শনিবার ছিল এ লকডাউনের শেষদিন। কিন্তু কক্সবাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জেলা স্বাস্থ্য বিভাগের আহবানে লকডাউনের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।