নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে রাঙল প্রতীকের প্রার্থী সােবক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর গাড়ি বহরে আবারো হামলার ঘটনা ঘটেছে।
হামলার ঘটনায় প্রায় ১০টি গাড়ী ভাংচুর হয়েছে জানিয়েছেন মাহমুদুল ইসলাম। তিনি জানান বাঁশখালীর উপজেলা সদর থেকে গণসংযোগ করে ফেরার পথে তার গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ৩টি গাড়ি ভাংচুর ও আহত হয়েছে ১০ নেতাকর্মী।
আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে পৌরসভার গ্রীন পার্কের সামনে এ ঘটনা ঘটে।
হামলার বিষয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, পৌরসভার গ্রীন পার্কের সামনে পুলিশ ও বিজিবির উপস্থিতিতে আমাদের পথসভায় উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আমার ১০ কর্মী আহত হয়। আহতদের কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে।
এর আগে ছনুয়া ও খুদুকখালী খালী এলাকায় আমাদের অফিস ভাংচুর করা হয়েছে।
এ বিষয়ে জানতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের সাথে বারবার যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি।