টেকনাফে প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যা করে টমটম ছিনিয়ে নিয়েছে দুস্কৃতকারীরা। শুক্রবার রাতে আলীখালী রাস্তার মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত ১০টায় আয় রোজগার শেষে টমটম চালিয়ে ক্যাম্পে ফিরছিল রোহিঙ্গা যুবক সলিমুল্লাহ। সে হ্নীলা স্টেশন থেকে ইজিবাইক চালিয়ে সৌর বিদ্যুৎ সংলগ্ন আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে কতিপয় দুস্কৃতি গতিরোধ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। অপর এক টমটম চালক ওই রোহিঙ্গাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সে লেদা ২৪নং ক্যাম্পের (এফসিএন নং-৪০২৮৯৮) ব্লক নং-বি, রোম নং-২০ এর আশ্রিত রোহিঙ্গা হামিদ হোছাইনের পুত্র। নিহত রোহিঙ্গার লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠিয়েছে পুলিশ।