উখিয়ায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন আহত

কায়সার হামিদ মানিক,উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী হিন্দুপাড়া এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিন জন গুরুত্বর আহত হয়েছেন।গুরুত্বর আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে আটটার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে।
জানা যায় উপজেলার পালংখালী  ইউনিয়নে বালুখালী হিন্দুপাড়া এলাকার মৃত রমজান আলীর বসত বাড়িটি পাহাড় ধসে ভেঙ্গে যায়।এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় পরিবারের তিন সদস্য গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতরা হলেন রমজান আলীর স্ত্রী ছারাখাতুন (৬০),মেয়ে রেহেনা বেগম(২৯) ও ছেলে নুরুল ইসলাম (১৭)।এর মধ্যে ছারা খাতুনের একটি পা ভেঙ্গে যায়।স্থানীয় যুবক ফরিদুল আলম বাপ্পি সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান  এম গফুর উদ্দীন চৌধুরী বলেন পাহাড় ধসে তিন জন আহত হওয়ার খবর পেয়েছি তবে তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে শুনেছি।