কুতুবদিয়ায় দূবৃৃর্ত্তের হামলায় তিন নারী আহত

লিটন কুতুবী:
কুতুবদিয়ায় তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা এক প্রবাসীর ঘরে ডুকে হামলা চালিয়ে তিন নারীর শ্লীলতাহানি, মারধর ও মালামাল লুট করে নিয়ে যায়। নারীদের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার সময় কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাটি পাড়া এলাকার মোঃ হোসেনের কন্যা নবম শ্রেণীর ছাত্রী জোৎনা আকতার (১৫) তার মা আলম সাইর(৪৫) খালা নুর জাহান (৩৫) কে মারধর পূর্বক গুরুতর আহত করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন দিয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (১৮জুন) বিকাল ৪টায় কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাটি পাড়া এলাকার ভাসমান একটি ভাঙা খেজুর গাছ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একই এলাকার জহির আহমদের ছেলে সিরাজুল মোস্তাফা ও তার ছেলে শাহাব উদ্দিন মিলে প্রবাসী আবদুল খালেকের বাড়িতে পুরুষ না থাকায় এ সুযোগে মেয়েদের একলা পেয়ে শ্লীলতাহানি করে ঘরের মালামাল ভাংচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আ,স,ম, শাহরিয়ার চৌধূরীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন। বিষয়টি মিমাংসা করার জন্য স্থানীয় মেম্বার হালিমকে দায়িত্ব দেন। ঘটনার বিষয়ে আহত স্কুল ছাত্রী জোৎনা আকতারের মামা মোঃ শফিউল আলম বাদি হয়ে ১৮জুন রাত সাড়ে ৯টায় কুতুবদিয়া থানায় এজাহার দায়ের করে বলে ডিউটি অফিসার এএসআই আলমগীর নিশ্চিত করেন।