‘অবৈধ টাকা যাতে নির্বাচনে প্রভাব খাটাতে না পারে’

কাপ্তাই প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী আ’লীগ প্রার্থী দীপংকর তালুকদারের সমর্থনে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গাছড়া আ’লীগের কেন্দ্র কমিটির আয়োজনে বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। এসময় অনেক মায়েদেরকে তাদের সন্তানকে নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে দেখা গেছে।

ওয়াগ্গার আ’লীগ সভাপতি ছিদ্দিক অাহম্মদের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা অা’লীগের সিনিয়র সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বাবলু বিশ্বাস অমিত ও ওয়াগ্গা ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি তানভির অাহমেদ সিদ্দিকি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অাব্দুল হাই খোকন, ওয়াগ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি অমল কান্তি দে ও সহ সভাপতি মাহাবুব অলম।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের অামলে দেশে ব্যাপক হারে উন্নয়ন করা হয়েছে। শহর কিংবা গ্রাম প্রত্যেকস্থানেই সমান তালে ব্রীজ, কালভার্ট নির্মাণ করা হয়েছে। তাই আরো উন্নয়নের জন্য আগামী ৫ বছরেও সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।

বক্তারা আরও বলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গত ৫ বছর যাবত এমপি মন্ত্রী না হয়েও মানুষের সেবা করেছেন। যে ব্যক্তি ক্ষমতায় না থেকেও মানুষের সেবা করেন এমন ব্যক্তিকে ভোট দিয়ে তার সেবা করার সম্পৃততা আরও বাড়াতে নৌকা মার্কায় রাঙামাটির সব চেয়ে বেশি ভোট আমরা উপহার দিয়ে দীপংকরকে জয়যুক্ত করবো।

নির্বাচনে বিএনপি থেকে সাবধান করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার বলেন, বিএনপির অবৈধ টাকা যেনো নির্বাচনকে কেন্দ্র করে ওয়াগ্গার কাউকে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সকলকে তৎপর থাকতে হবে।