রাউজানে ১৯জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ঋন বিতরন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় ১৯জন ক্ষুদ্র উদ্যোক্তকে ১২ লাখ ৩০ হাজার টাকা ঋন বিতরন করা হয় ।

১৮ জুন বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা পরিষদ হলে একটি বাড়ী আমার খামার প্রকল্প ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের উদ্যোগে এই ঋনের টাকার চেক ক্ষুদ্র উত্তোক্তাদের হাতে তুলে দেওয়া হয় । একটি বাড়ী আমার খামার ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক রাউজান উপজেলা শাখার ম্যানেজার সুমিত বড়–য়ার সভাপতিত্বে অনুষ্টিত ক্ষুদ্র উত্তোক্তাদের ঋনের টাকার চেক বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্রাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্রাহ রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান খান, চেয়ারম্যান আলহাজ¦ দিদারুল আলম, আলহাজ¦ আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী । ১৯ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ৫জনকে ৫০ হাজার করে ২লাখ ৫০ হাজার টাকা, ১৪ জনকে ৭০ হাজার টাকা করে ৯ লাখ ৮০ হাজার টাকা মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষদ্র উদ্যোক্তার ঋণের টাকার চেক বিতরন করা হয় ।