ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মহাজোট এর মনোনীত প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নৌকা মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা হয়েছে।
আজ বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে দক্ষিণ ফটিকছড়ির নানুপুর, বক্তপুর, ধর্মপুর, আবদুল্লাপুর, জাফত নগর, সমিতিরহাট ও রোসাংগিরী ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন স্থানে পথ সভা করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন, প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন চৌধুরী, জেলা আওয়ামীলীগ এর সদস্য মুহাম্মদ শাহ্জাহান, সৈয়দ মুহাম্মদ বাকের, খাদীজাতুল আনোয়ার সনি, চেয়ারম্যান সৈয়দ ওসমান গনী বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, সহ-সভাপতি শাহ্ আলম সিকদার, দিদারুল বশর চৌধুরী, তছলিম বিন জহুর, জেলা পরিষদ এর সদস্য আকতার উদ্দীন মাহমুদ পারভেজ, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম, জাফত নগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হালিম, আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম, সমিতির হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ ইমন, ফটিকছড়ি উপজেলা তরীকত ফেডারেশনের সভাপতি বেলাল উদ্দিন শাহ্, সাধারন সম্পাদক আলমগীর আলম, আওয়ামীলীগ নেতা আমান উল্লাহ চৌং লিটন, সাবেক চেয়ারম্যান নুর আহমদ, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক, আবদুল মাবুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, মাঈনুল করিম সাউকি, রেজাউল করিম, জামাল উদ্দীন, রায়হান রুপু প্রমুখ।
এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তরীকত ফেডারেশন এর অসংখ্য নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।