পটিয়ায় ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা সাহাদাতের গণসংযোগ


পটিয়া প্রতিনিধি॥
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এনামুল হক এনাম এর পক্ষে ও ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও প্রচার পত্র বিলি করেছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাহাদাত আহমেদ।

তিনি বুধবার (২৬ ডিসেম্বর) সকালে পটিয়া পৌরসভার কলেজ রোড হতে বাস ষ্টেশন, কচুয়াই ইউনিয়নের কমল মুন্সির হাট, ভাইয়ের দীঘি, খরনা রাস্তার মাথা, শোভন দন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রচার পত্র বিলি ও স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করেন। এসময় তিনি আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট প্রধান করে দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা, দূর্নীতি প্রতিরোধ ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আহবান জানান।

এসময় চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম খোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।