পটিয়া প্রতিনিধি॥
কর্ণফুলীর শিকলবাহায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভুমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও নৌকা প্রতীকের সমর্থনে এক মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর)দুপুরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের নেতৃত্বে এ মিছিল ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ বি ক ম, কর্নফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন আল মাইজভান্ডারি, কর্নফুলী উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আজাদ মিয়া, কর্নফুলী যুবলীগের সহ সভাপতি এম মহীউদ্দিন মুরাদ, প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, কর্নফুলী উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সংঘঠক লুৎফর রহমান শাহাজান, গাজী নুরুল হুদা, সমাজ সেবক শওকত আলী, নুরুল আলম, হাজী মোরশেদ, জয়নাল আবেদীন সর্দ্দার, যুবলীগের সহ সম্পাদক হানিফ, ছাত্রলীগের সহ সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন সানি, যুবলীগ নেতা এম এ হাসেম, যুবলীগ নেতা মুহাম্মাদ ইমতিয়াজ উদ্দিন, সমাজ সেবক আব্দুস শুক্কুর, ছাত্রলীগ নেতা ইয়াছিন আরফাত, শিকলবাহা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা জেক মামুন, যুবলীগ নেতা কামরুল ইসলাম টিপু, ছাত্রলীগ নেতা ইয়াকুব, ছাত্রলীগ নেতা শেখ আনচার, ছাত্রলীগ নেতা আরমান।
এসময় নেতৃবৃন্দ আগামী ৩০ ডিসেম্বর উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানান এবং প্রচার পত্র বিলি করেন। নেতৃবৃন্দ বলেন কর্ণফুলীর উন্নয়নে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর বিকল্প নেই। তাই কর্ণফুলীর উন্নয়নে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন নিশ্চিত করতে হবে।