কুতুবদিয়ায় মাঠে নেই জামায়াত-বিএনপি, চষে বেড়াচ্ছে আ’লীগ

কুতুবদিয়া প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে প্রচার প্রচারণার হাল ছেড়ে দিয়েছে জামায়াত-বিএনপি প্রার্থী ও সমর্থকরা। প্রার্থীরা প্রতীক বন্টনের পর থেকে প্রচারণায় সর-গরমে মেতে ছিল মাঠে হাটে। গত দুই দিন ধরে জামায়াত বিএনপির প্রার্থীদের প্রচার প্রচারণা চোখে পড়ছে না। এ সুবাধে আ’লীগ প্রার্থীর নেতাকর্মীরা প্রচারণায় মাঠে হাটে চষে বেড়াচ্ছে।

গত মঙ্গলবার সকাল থেকে ধুরুং এলাকায় জামায়াতের মহানগর সহকারি আমির হামিদুর রহমান আযাদের সহধর্মীনী ও নেতাকর্মীরা আপেল প্রতীকের পক্ষে প্রচারণা করতে দেখা গেলেও রাজনৈতিক প্রতিহিংসার হামলায় বিকালে প্রচারণার হাল ছেড়ে দিয়েছে। অবশ্য বিএনপি ধানের র্শীষ প্রতীকের প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহাফুজুল্লাহ ফরিদের পক্ষে প্রচার প্রচারণা নাই বললেই চলে। এ সুযোগে আ’লীগের প্রার্থী আলহাজ আশেক উল্লাহ রফিক নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা জোরালোভাবে চালাচ্ছেন।

আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ,মহিলা ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে হাটে,ঘাটে চষে বেড়াচ্ছে প্রচারণায়। আলহাজ আশেক উল্লাহ রফিক বিগত ৫ বছরে ক্ষমতা থাকাকালীন সময়ে দলীয় নেতাকর্মী ছাড়াও উপকার ভোগী সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। পাড়া,মহল্লা ও চাষের দোকানের আড্ডায় ব্যক্তি আশেক উল্লাহ রফিকের সমর্থন বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
মাঠ জরিপে দেখা যাচ্ছে কুতুবদিয়া দ্বীপে ২০০৮ সনে আ’লীগের প্রার্থী ডক্টর আনসারুল করিম ১২হাজার ভোট পেয়েছিলেন। কিন্তুু আশেক উল্লাহ রফিক ব্যক্তি হিসেবে ২০১৮ সনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের প্রার্থী ৩৫/৪০ হাজারের অধিক ভোট পাবেন বলে কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর সাংবাদিকদের নিশ্চিত করেন।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে কৈয়ারবিল ইউনিয়নের কলস্যা ঘোনা এলাকায় কুতুবদিয়া মহিলা কলেজের মহিলা ছাত্রলীগের নেতাকর্মীরা পাড়া মহল্লা ও লবণ মাঠে নৌকা প্রতীকের প্রচারণার দৃশ্য চোখে পড়ার মতো।

আ’লীগের নেতাকর্মীরা দাবী করছে ভোটের দিন কিছু সংখ্যক আশ্রয়লীগ নৌকা প্রতীকের ব্যানারে থেকে ভিতরে ধানের শীর্ষ আর আপেল প্রতীকের মার্কায় ভোট দিবে ভোটাররা। এসব আশ্রয়লীগ হতে সাবধান হওয়ার জন্য প্রবীন আ’লীগের নেতাকর্মীরা মত প্রকাশ করেন।