ভুয়া মোবাইল অ্যাপে ভরে গেছে গুগল প্লে স্টোর। অনেক ভুয়া অ্যাপ মানুষকে বোকা বানিয়ে বেশি বেশি রেটিং করাচ্ছে। বেশি রেটিং দেখে ইনস্টল করে হয়রানির শিকার হচ্ছেন ব্যবহারকারীরা।
কিছু অ্যাপ নিজেদেরকে পিডিএফ রিডার, পিডিএফ ডাউনলোডার বা পিডিএফ স্ক্যানার বলে দাবি করে। এগুলো ৫০ হাজারেরও বেশিবার ডাউনলোড হয়েছে। কিন্তু এগুলো আসলে ভুয়া অ্যাপ। কোনো কাজেই আসে না অ্যাপগুলো।
এই অ্যাপগুলো প্লে স্টোরে অন্য অ্যাপে ফাইভ স্টার রেটিং দিতে বাধ্য করে। ওপেন করার পরে জানানো হয় রেটিং দেওয়ার পরেই অ্যাপ কাজ করা শুরু করবে।
অ্যাপগুলোতে জানানো হয়, রেটিং দেওয়ার ২৪ ঘণ্টা পরে পিডিএফ সংক্রান্ত কাজ করা শুরু করবে অ্যাপগুলো।
কিন্তু ২৪ ঘণ্টা পরে একই জিনিস আবার শুরু হয়। ২৪ ঘণ্টা পরে একই অ্যাপ ডাউনলোড করার অপশন হাজির হয়, ফলে কাজ আর হয় না।
এই অ্যাপগুলো অন্য অ্যাপের কাছ থেকে টাকা নিয়ে সেই অ্যাপের ডাউনলোড কাউন্ট ও রেটিং বাড়িয়ে দেয়। সূত্র: এনডিটিভি