‘আরএমআই’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ-সমাবেশ ও পুরস্কার বিতরণ

রাউজান প্রতিনিধিঃ রাউজান মডেল ইনস্টিটিউট (আরএমআই)’এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান। আরএমআই পরিচালক এনামুল হক শরীফের সভাপতিত্বে ও নির্বাহী শিক্ষক মুহাম্মদ মহিম উদ্দিনের সার্বিক উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আজাদ হোসেন, পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন চৌধুরী, সমাজসেবক আহসান হাবিব চৌধুরী হাসান, সমাজসেবক জসিম উদ্দিন, প্রধান শিক্ষক কবীর আহমদ।

স্বাগত বক্তব্য দেন শিক্ষক মুহাম্মদ নো’মান। ফলাফল ঘোষণা করেন শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। কুরআন তেলওয়াত করেন শিক্ষার্থী মেহেরাজ হোসেন চৌধুরী। না’ত (দ.) পরিবেশন করে শিক্ষার্থী আবু ছালেহ ও রিদুয়ান হোসেন রিসাদ। ছড়া পাঠ করে ছাত্রী জাপরিন আক্তার। প্রামাণ্য চিত্র (মিথ্যাচার)’এ অংশ নেয় শিক্ষার্থী মারুফ,মোমিন, এলি ও জিসান। এছাড়াও অন্যান্য প্রামাণ্য চিত্রে অংশ নেয় জান্নাতুল ফেরদৌস তিহা, সায়মন, তিহান, আদনান, লিবা, নাদিয়া, সেফায়েত হাব্বি তিহান, তাসরিয়াতুন নূর, ছোহাসহ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বশির উদ্দিন খান বলেন ‘আরএমআই শিক্ষাক্ষেত্রে অন্যন্য অবদান রাখছে। এ প্রতিষ্ঠান এখন উপজেলার শিক্ষায় অনুকরণীয় দৃষ্ঠান্তমূলক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।