চট্টগ্রামের ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে কেমিক্যালের একটি খালি ড্রাম কাটার সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীরহাট বাজারের রাকিব মেটাল নামে ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আবু বক্কর ওরফে রনি (২২) । সে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বালুয়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে আবু বক্কর একটি খালি কেমিক্যালের ড্রাম গ্যাস ওয়েল্ডিং দিয়ে কাটছিলো। এসময় আগুনের তাপ পেয়ে ভেতরে বিকট শব্দ হয়ে ড্রামের মুখের অংশ ছিটকে এসে আবু বক্করের মাথায় সজোরে আঘাত লাগে। এতে তার মাথার অংশ সঙ্গে সঙ্গে ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফুলগাজী থানার উপ পরিদর্শক (এসআই) আশ্রাফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খালি ড্রামটি তৈলের না রাসায়নিকের পরীক্ষা করা ছাড়া কিছুই বলা যাচ্ছে না। তবে ওয়ার্কশপের মালিককে পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।